দরকারের সময় ‘গোলমেশিন’কে পাচ্ছে না নরওয়ে

সংগৃহীত ছবি

দরকারের সময় ‘গোলমেশিন’কে পাচ্ছে না নরওয়ে

অনলাইন ডেস্ক

অবিশ্বাস্য ফুটবল খেলে চলেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। শেষ দুই ম্যাচে ক্লাবের হয়ে ৮ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে পাঁচ গোল করার পর এফএ কাপে বার্নলির বিপক্ষে হাল্যান্ড করেন হ্যাটট্রিক। তবে উড়ন্ত ফর্মে থাকা এই গোলমেশিনকে দরকারের সময় পাচ্ছে না তার দেশ নরওয়ে।

আগামী সপ্তাহে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরোর বাছাই পর্বে খেলতে নামবে নরওয়ে। শনিবার স্পেনের বিপক্ষে লড়বে দলটি। এরপর ২৮ মার্চ জর্জিয়ার মুখোমুখি হবে তারা। তবে এ দুই ম্যাচে হাল্যান্ডকে পাবে না নরওয়ে।

কুঁচকিতে চোট পাওয়ায় এ দুই ম্যাচের নরওয়ে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি।

নরওয়ে ফুটবল ফেডারেশন আজ মঙ্গলবার হাল্যান্ডের চোটের বিষয়টি জানায়।

গত শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে বার্নলির বিপক্ষে সিটির ৬-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই তারকা। হ্যাটট্রিক করার পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুমে সিটির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে জালের দেখা পেয়েছেন ৪২ বার।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ২১ গোল করা হলান্ডের ছিটকে পড়া নরওয়ের স্কোয়াডে অনেক বড় ঘাটতি। বাছাইপর্বে ‘এ’ গ্রুপে দলটির সঙ্গী সাইপ্রাস, জর্জিয়া, স্কটল্যান্ড ও স্পেন।

news24bd.tv/SHS