বিএনপির নেতারা চায় না খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাক। মুক্তি পেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাতাব্বরি বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি শুধুই ইস্যু খোঁজার চেষ্টায় থাকে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেতুমন্ত্রীর পদত্যাগ চাওয়া নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বরের আন্দোলন ব্যর্থ হওয়ার পর তার পদত্যাগ করা উচিত ছিল।
news24bd.tv/SHS