কোনো রান না দিয়েই ৭ উইকেট শিকার, শোরগোল ফেলে দিলেন নারাইন

সংগৃহীত ছবি

কোনো রান না দিয়েই ৭ উইকেট শিকার, শোরগোল ফেলে দিলেন নারাইন

অনলাইন ডেস্ক

ম্যাচে ৭ উইকেট নিতেই পারেন কোনো বোলার। তাই বলে কোনো রান খরচ না করে? অবিশ্বাস্য এই কাণ্ডই ঘটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারাইন। ঘরোয়া লিগে কোনো রান না দিয়েই ৭ উইকেট শিকার করে আলোচনায় এসেছেন তিনি।

অভিষেকের পর থেকেই সুনীল নারাইন আলোচনায় ছিলেন তার অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে।

সেই অ্যাকশনে তিনি সাফল্যও পেয়েছেন। বিশ্বজুড়ে টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে তার কদর অনেক। পেয়েছেন রহস্য স্পিনারের খ্যাতি।

সেই রহস্য স্পিনার টিঅ্যান্ডটি ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ডিভিশন ওয়ানের ম্যাচে কুইনস পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে ক্লার্ক রোড ইউনাইটেডের বিপক্ষে নিয়েছেন ৭ উইকেট।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিঅ্যান্ডটি) পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত চার দিনের এই ম্যাচে ৬.৪ ওভার বল করে ৬টিই মেইডেন দিয়েছেন নারাইন। তার বোলিং ফিগার ছিল এমন ৬.৪-৬-০-৭!

ক্লার্ক রোডের শেষ ৭ উইকেট তুলে নেন নারাইন। ডানহাতি এ অফ স্পিনারের ঘূর্ণির কাছে পরাস্ত হয়ে চারজন আউট হন ক্যাচ দিয়ে। দুজন এলবিডব্লিউ আর একজন বোল্ড। শুধু এই ম্যাচেই নয়, চারদিনের শেষ তিনটি ম্যাচে নারিন ৩১টি উইকেট নিয়েছেন। তার মধ্যে টানা চারটি ম্যাচে ইনিংসে নেন পাঁচ উইকেট।

news24bd.tv/SHS