ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান-আফগানিস্তান

ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান-আফগানিস্তান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকিস্তানের উত্তরাংশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার পর এ ভূমিকম্প হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ভারতের রাজধানী নয়া দিল্লিতেও কম্পণ অনুভূত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

তবে ভূমিকম্পটি কত মাত্রার ছিল তা এখনও জানা যায়নি, ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গত বছর ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার ও কুনারে ৬ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল। এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছিল ১ হাজার এবং আহত হয়েছিলেন দেড় হাজারেরও বেশি মানুষ।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, মঙ্গলবার রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  

মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের কিছু অংশে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

রাত ১০ টা ২০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানেও অনুভূত হওয়ার সাথে সাথে আতঙ্কিত লোকজন ভবন থেকে বেরিয়ে আসে।

আল জাজিরা জানায়, ৬.৫ মাত্রার ভূমিকম্পে কেপে উঠেছে আফগানিস্তান এবং উত্তর পাকিস্তান। কম্পন অনুভূত হয়েছে ভারতেও।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগান শহর জুর্মের ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, পাকিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তের কাছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

news24bd.tv/তৌহিদ