ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে শুধু অনলাইনে

প্রতীকী ছবি

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে শুধু অনলাইনে

শাহনাজ ইয়াসমিন

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলের যে নিজস্ব সার্ভারের সক্ষমতা আছে তাতে শতভাগ অনলাইন টিকেটিং এর জন্য কোনো সমস্যা হবেনা বলেও জানান তিনি।

আজ বুধবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা জানান।

ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে।

চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ৭ এপ্রিলের টিকিট বিক্রি হবে ১৭ এপ্রিলের জন্য, ১১ এপ্রিল যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি হবে ২১ তারিখের জন্য। এর মধ্যে ৮ তারিখের টিকিট বিক্রি হবে ১৮ তারিখের জন্য। ৯ তারিখের টিকিট ১৯ তারিখের জন্য।
১০ তারিখের টিকিট বিক্রি  হবে ২০ তারিখের জন্য।  

আগামী ২২ এপ্রিল সম্ভাব্য ঈদ ধরে রেলের এই সিডিউল করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

ঈদ উপলক্ষে এবার ২১৮ টি যাত্রীবাহি ট্রেন ব্যবহার করা হবে। এরমধ্যে অন্য সময়ের চেয়ে  ৫৩টি বেশি কোচ অতিরিক্ত লাগানো হবে।

news24bd.tv/রিমু