৫ অক্টোবর শুরু ওয়ানডে বিশ্বকাপ, ফাইনাল আহমেদাবাদে

সংগৃহীত ছবি

৫ অক্টোবর শুরু ওয়ানডে বিশ্বকাপ, ফাইনাল আহমেদাবাদে

অনলাইন ডেস্ক

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত দিনক্ষণ এখনো ঘোষণা করেনি আইসিসি। তবে ৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে পারে বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সূত্রে এমন খবরই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

৪৬ দিনের মহাযজ্ঞের জন্য এখন পর্যন্ত ১২টি ভেন্যু তালিকায় রেখেছে বিসিসিআই। আহমেদাবাদ ছাড়াও সেই তালিকায় রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাই।

১০ দলের বিশ্বকাপে মোট ম্যাচ ৪৮টি।

তবে ফাইনাল বাদে কোন ম্যাচ কোথায় হবে তা এখনো ঠিক করেনি আয়োজক বিসিসিআই। ভেন্যু চূড়ান্ত বিলম্ব হওয়ার কারণ, আবহাওয়া। ভারতে একেক রাজ্যে একেক সময়ে বর্ষাকাল থাকে বলে সবকিছু ভেবেচিন্তে ভেন্যু ঠিক করবে বিসিসিআই।

সচরাচর বিশ্বকাপের এক বছর আগেই আইসিসি বিশ্বকাপের সূচি ঘোষণা করে দেয়। তবে ভারত সরকারের কাছ থেকে কিছু বিষয়ের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে আয়োজকদের। এর মধ্যে দুটি মূল বিষয় রয়েছে টুর্নামেন্টের জন্য কর ছাড় পাওয়া এবং পাকিস্তান দলের জন্য ভিসা ক্লিয়ারেন্স।

news24bd.tv/SHS