দিনাজপুরে এবার তিনটি উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত

সংগৃহীত ছবি

দিনাজপুরে এবার তিনটি উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত

দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ দফায় দেশের প্রায় ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলো ঘর উপহার।

আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

এই দফায় দিনাজপুরে ১ হাজার ৮৩৫টি পরিবারকে ঘরের দলিলাদি হস্তান্তর করা হয়। এরই মধ্য দিয়ে এ জেলার বিরল, কাহারোল এবং খানসামা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়।

বুধবার সকালে দিনাজপুর সদর উপজেলা চত্বরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আশ্রায়ন প্রকল্পের প্রয়োজনীয় কাগজপত্রসহ ফাইল উপকারভোগীদের হাতে তুলে দেন।

দিনাজপুরে আশ্রায়ন প্রকল্প-২ এর প্রথম থেকে চতুর্থ পর্যায়ে মোট ১২ হাজার ৪৫৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এ জেলা আগামী জুন মাসের মধ্যে সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী।

news24bd.tv/SHS