শতভাগ বিতর্কমুক্ত নির্বাচন অসম্ভব: ইসি রাশেদা

ফাইল ছবি

শতভাগ বিতর্কমুক্ত নির্বাচন অসম্ভব: ইসি রাশেদা

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা বসানোর সম্ভাবনা এখনও শেষ হয়নি। সরকারের কাছ থেকে বাজেট পেলে কমিশন ৩০০ আসনে সিসি ক্যামেরা বসাতে চায় কমিশন।  

বুধবার (২২ মার্চ) নির্বাচন ভবনে এক সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন রাশেদা। তিনি আরও বলেন, আসছে পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে।

বিদেশী বন্ধু রাষ্ট্র বা দাতা সংস্থার পক্ষ থেকে ভোটের কারিগরি সহায়তা নেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য কোনো সহযোগিতা প্রয়োজন হলে বিবেচনা করবে কমিশন। সময় মতো সব সিদ্ধান্ত নেয়া হবে। ভোটাররা ভোট দিতে পারেননি এই ধরনের অভিযোগ আর শুনতে চায় না কমিশন।

তিনি বলেন, ভোটারদের আস্থা ফেরানোর কাজ চলছে। শতভাগ বিতর্কমুক্ত নির্বাচন করা অসম্ভব ব্যাপার। আইন প্রয়োগের মানসিকতা আছে ইসির। আইন ক্ষমতা দিলে সংসদ নির্বাচন স্বচ্ছ না হলে বাতিল করে দেবে কমিশন।

news24bd.tv/FA