রাজশাহীতে গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর

ফাইল ছবি

রাজশাহীতে গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর

রাজশাহী প্রতিনিধি:

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাজশাহীর জেলার গৃহহীন ১ হাজার ৪ শত ৪৫ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।  আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরে জেলায় বরাদ্দপ্রাপ্তদের মধ্যে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।  

এর মাধ্যমে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলাকে আনুষ্ঠানিক ভাবে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। রাজশাহী বিভাগে চতুর্থ পর্যায়ের বরাদ্দে এবার ৮ হাজার ৩ শত ১৩ টি ঘর বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি বরাদ্দপ্রাপ্তরা। তারা এমন মহৎ উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা জানান, বরাদ্দ প্রাপ্তদের বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের কর্মমুখী হিসেবে গড়ে তোলা হবে। যেন তারা উন্নয়নের মূল স্রোতে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারে।

news24bd.tv/কেআই