বাসটিকে ধাক্কা দিয়ে ৩০ ফুট দূরে নিয়ে যায় ট্রেন

বাসটিকে ধাক্কা দিয়ে ৩০ ফুট দূরে নিয়ে যায় ট্রেন

অনলাইন ডেস্ক

রাজধানীর মালিবাগ লেভেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন সোহাগ পরিবহনকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে যায়। পুলিশ বলছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তবে রেললাইনে বাস ও ট্রেন উভয় থেমে আছে। পাশের রেল লাইনও বন্ধ আছে প্রাথমিকভাবে।

শাহজাহানপুর থানার (ওসি) মনির হোসেন মোল্লা জানান, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন মালিবাগ লেভেলক্রসিং অতিক্রম করার সময় সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে যায়। তবে এখনো রেল লাইনের উপরে বাস ও ট্রেনটি থেমে আছে। পাশের রেললাইনেও ট্রেন চলাচল বন্ধ আছে বলে জানান তিনি।

এদিকে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি মালিবাগ লেভেলক্রসিং এলাকায় একটু দুর্ঘটনায় পতিত হয়।

news24bd.tv/তৌহিদ