রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুই ঘণ্টা ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে রেলের ঢাকা (কমলাপুর) স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ৯টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়।
news24bd.tv/কেআই