মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে। বুধবার রাতে তারাবির মাধ্যমে রমজান মাস শুরু করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।
বুধবার (২২ মার্চ) প্রথম তারাবি নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
মক্কার পবিত্র মসজিদুল হারাম, পবিত্র জেরুজালেমে আল আকসা মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। পশ্চিম তীরের রামাল্লাসহ বিভিন্ন শহরে তারাবি আদায় করেন মুসলিমরা।
এদিকে বুধবার সন্ধ্যার দিকে রমজানের চাঁদ দেখা যায়নি পাকিস্তানে। বেশ রাতের দিকে চাঁদ দেখার ঘোষণা দেয়া হলে সাথে সাথেই তারাবি আদায়ে মসজিদে ছোটেন মুসল্লিরা। ইন্দোনেশিয়াতেও আজ থেকে পালিত হচ্ছে রমজান।
অন্যদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে ১০২৫ কারাবন্দীকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ নির্দেশনায় তাদের মুক্তি দেওয়া হয়।