সৌদির সাথে মিল রেখে রোজা রেখেছেন শরীয়তপুরের মানুষ

প্রতীকী ছবি

সৌদির সাথে মিল রেখে রোজা রেখেছেন শরীয়তপুরের মানুষ

শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৪০টি গ্রামের পঞ্চাশ হাজারের বেশি মুসলমান রোজা রেখেছেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু করেছেন।

জানা গেছে, বুধবার রাতে তারা তারাবির নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার ভোরে সেহরি খেয়ে রোজা শুরু করেন তারা।

প্রতিবারের ন্যায় এবারও সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে রোজা রাখা থেকে শুরু করে ঈদসহ বিভিন্ন উৎসব পালন করে আসছেন তারা। সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬৯ দেশে বুধবার চাঁদ দেখা যাওয়ায় আজ ওইসব দেশে রোজা রাখছেন মুসলমানরা। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা রোজা রেখেছেন।

শুধু ঈদ নয়, সবরকম ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করেন তারা। এর ফলে বৃহস্পতিবার শরীয়তপুরের বিভিন্ন উপজেলার প্রায় ৪০ গ্রামের অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান রোজা রেখেছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক