মামলা করতে ম্যাজিস্ট্রেট আদালতে শাকিব খান

ফাইল ছবি

মামলা করতে ম্যাজিস্ট্রেট আদালতে শাকিব খান

নিজস্ব প্রতিবেদক

মানহানির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহ নামে এক জনের বিরুদ্ধে মানহানি মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে উপস্থিত হয়েছেন। প্রযোজক রহমত উল্লাহকে ভুয়া ও বাটপার বলে আখ্যা দিয়েছিলেন শাকিব। রহমত উল্লাহ গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন এ অভিনেতা।

গত ২০ মার্চ সাংবাদিকদের তিনি বলেন, ভুয়া প্রযোজক নামধারী বাটপার রহমত উল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। অনেক চেষ্টার পরেও, অনেক বোঝানোর পরেও গুলশান থানার ওসি আমার মামলাটি নেয়নি।