তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। বরং বিএনপির মধ্যে এক ভয়াবহ সংকট লক্ষ করা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, দল হিসেবে বিএনপিতে নেতৃত্বের সংকট রয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব বিএনপির অনেক সিনিয়র নেতা মানেন না, আবার মির্জা ফখরুল ইসলামকে অনেকে পছন্দ করেন না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি যখন আন্দোলনের কথা বলে, তখন পেট্রোল বোমার আতংক বোধ করে সাধারণ মানুষ। মানুষ তাদের আর এ ধরনের আন্দোলন করতে দিবে না।
মন্ত্রী বলেন, মধ্যাহ্ন ভোজের দাওয়াতের কারণেই আওয়ামী লীগের প্রতিনিধিরা মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। বিএনপির মতো আগ বাড়িয়ে নালিশ করতে বা পদলেহন করতে যায়নি বলেও জানান তথ্যমন্ত্রী।