ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ব্রিটিশ ইহুদিদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ব্রিটিশ ইহুদিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্যের ইহুদি সম্প্রদায়। বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে সামনে এই বিক্ষোভে অংশ নেন ৩০ জনের বেশি মানুষ।  

তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েল সরকারের বর্ণবাদী নীতি বিরুদ্ধে বিক্ষোভ করেন যুক্তরাজ্যে বসবাসরত ইহুদি সম্প্রদায়। ইহুদি গোষ্ঠী না'আমোদ এই বিক্ষোভের আয়োজন করে।

 

এসময় ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দেওয়ার আবেদন জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এই আবেদন জানান তারা।

বিক্ষোভে ইসরায়েল সরকারের দখলদারি ও বর্ণবাদি আচরণ বিরোধী প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

 

মার্কো নামে এক বিক্ষোভকারী আন্দোলু নিউজ এজেন্সিকে বলেন, ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবতা বিরোধী অপরাধ করে চলছে ইসরায়েল সরকার। এমন সরকারের কোনো সদস্যকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানানো উচিৎ নয়।  

news24bd/ARH