সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আংটিহারা বেড়িবাঁধের ওপর থেকে মাংস জব্দ করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তারা জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্টগার্ড। গোপন সংবাদে আংটিহারা বাঁধে অভিযান চালায় তারা।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের মাংস জব্দ করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে। এ ব্যাপারে কয়রা থানায় মামলা হয়েছে।
news24bd.tv/তৌহিদ