আজ বিকেলে সংবাদ সম্মেলন করবেন শাকিব খান

সংগৃহীত ছবি

আজ বিকেলে সংবাদ সম্মেলন করবেন শাকিব খান

অনলাইন ডেস্ক

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান চিত্র নায়ক শাকিব খান। চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে তিনি মামলা করেন।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, একটা মামলা করেছি। সমসাময়িক সব ঘটনা নিয়ে দু-একদিনের মধ্যে প্রেস কনফারেন্স করবো।

সেখানেই আলাপ করবো। তবে জানা গেছে, সমসাময়িক ঘটনা নিয়ে আজ বৃহস্পতিবার বিকালেই গুলশানে নিজ বাসায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করছেন শাকিব খান।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালেই সমসাময়িক ঘটনা নিয়ে গুলশানে নিজ বাসায় সেই সংবাদ সম্মেলনে হাজির হবেন তিনি। সেখানে তুলে ধরবেন তার নিজের বক্তব্য।

 

এর আগে একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা না নিয়ে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে আইনিব্যবস্থা নিচ্ছেন শাকিব খান।  

তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

news24bd.tv/desk

এই রকম আরও টপিক