হবিগঞ্জের চুনারুঘাটে একই পরিবারের তিন সদস্যর লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে তাদের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক।
ওসি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মৃতদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধি। আর সজ্জুল মিয়া একজন হতদরিদ্র।
সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে। হয়তো তাকেও গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
news24bd.tv/SHS