এবার সেই যাত্রীর পায়ুপথেও মিলল ৯ সোনার বার

এবার সেই যাত্রীর পায়ুপথেও মিলল ৯ সোনার বার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় চার কেজি ওজনের ৩২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। এর মধ্যে এক্স-রে করে তার পায়ুপথে মিলেছে ৯টি সোনার বার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আটক জিয়া উদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার এনায়েতপুরে।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, তাদের কাছে গোপন সংবাদ ছিল দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে একজন সোনা চোরাচালানকারী বেশ কিছু বার নিয়ে আসছে। ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে যাত্রী জিয়া উদ্দিনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্ট থেকে ১৫টি এবং জুতার ভেতর থেকে আটটি সোনার বার জব্দ করা হয়।

পরে এক্স-রে করিয়ে তার পায়ু পথে আরও সোনার বার রাখার প্রমাণ পাওয়া যায়। তখন আরও নয়টি বার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জিয়া উদ্দিন মূলত চোরাকারবারীদের ক্যারিয়ার হিসেবে কাজ করছিলেন। গত দুই বছর তিনি ১৯ বার দুবাই থেকে দেশে যাওয়া আসা করেছেন এবং বিভিন্ন সময় তিনি পায়ুপথে এই সোনার বার চালান করেছেন।

জিয়া উদ্দিনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলেও জানান সাইফুর রহমান।

news24bd.tv/তৌহিদ