বাগেরহাটে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মোশারেফ মৃধা (৪২) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলের চতুর্থ তলার ৭ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে এক হাজার টাকার ১৮টি হাজার টাকার নকল নোট, জাল নোট তৈরির ৪০ পিস সাদা কাগজ, ২ পিস কালো কাপর, চার পিস স্বচ্ছ কাচ, রাসয়নিক (তরল) পদার্থ ভর্তি দুটি বোতল উদ্ধার করা হয়।
আটক মোশারেফ মৃধা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমায়া গ্রামের শাহেদ আলী মৃধার ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাট শহরের বিলাশ হোটেল থেকে মোশারেফ মৃধাকে আটক করা হয়েছে। সে তাৎক্ষণিকভাবে বিভিন্ন রাসয়নিক পদার্থ ও কাগজ দিয়ে টাকা বানিয়ে দেখাতো এবং এই জাল টাকা মানুষের কাছে বিক্রি করতেন।
news24bd.tv/তৌহিদ