ভারতে চলমান বিশ্বকাপ শুটিংয়ে বাংলাদেশের কলি হাসান ও রাব্বি হাসান মুন্না জুটি গড়ে ৬২৬ স্কোর করে ১৪তম স্থান অর্জন করেছে।
বিশ্বকাপে আজ ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্ট ছিল। সেই ইভেন্টে বাংলাদেশের দুটি জুটি অংশ নেয়। তাবাসসুম নাতাশা ও রবিউল ইসলাম ৬২৩.৪ স্কোর গড়ে ১৮ তম অবস্থানে।
আগামীকাল শুক্রবার বিশ্বকাপে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে।
news24bd.tv/SHS