রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় পাঁচ বছর আগে গৃহবধূ রাশিদা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি আরিফুল হক শিপলুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় দেন। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শিপলু গৃহবধূ রাশিদা আক্তারের স্বামী হোসেন আলীর বোনের ননদের ছেলে।
জানা যায়, ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি পশ্চিম মানিকদী নামাপাড়ায় বাসায় রাশিদা আক্তারকে ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করেন শিপুল। তার ছয় বছরের ছেলে ও চার বছরের মেয়ে রয়েছে।
এ ঘটনায় রাশিদার বাবা লুৎফর রহমান পরদিন ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন।
২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ২৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
news24bd.tv/কেআই