গৃহহীনের আশার আলো - জননেত্রী শেখ হাসিনা: সজীব ওয়াজেদ জয়

সংগৃহীত ছবি

গৃহহীনের আশার আলো - জননেত্রী শেখ হাসিনা: সজীব ওয়াজেদ জয়

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে  আরও ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ দফায় গত বুধবার দুই শতাংশ জমিসহ নতুন ঘর তুলে দেওয়া হয় এসব পরিবারের হাতে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য সংবলিত একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গৃহহীন আরও ৪০ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

পোস্টে সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে - বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, বর্তমানে দেশের ৯টি জেলা ও ২১১টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত। ’

ফেসবুক পোস্টের সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন দিক এবং তথ্য দিয়ে সাজানো একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের লোগো বসানো ভিডিওটিতে প্রকল্পের সচিত্র ফুটে উঠেছে।

news24bd.tv/SHS