আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি

সংগৃহীত ছবি

আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি

অনলাইন ডেস্ক

ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় যুক্ত হয়েছে পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যার অন্যতম পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে আরাভের নাম খুঁজে পাওয়া যায়।

ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ৬৩তম বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় ৩৫ বছর বয়সী আরাভের নাম যুক্ত হয়েছে। সেখানে বলা হয়েছে আরাভের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে।

জাতীয়তা বাংলাদেশি।

এর আগে, চট্টগ্রামে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য সাংবাদিকদের জানিয়েছিলেন। তিনি জানান, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। এর ভিত্তিতে ইন্টারপোল রেড নোটিশ জারির কথা শোনা গেলেও তালিকায় তার নাম দেখা যায়নি।

তবে বৃহস্পতিবার রাতে ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খানের নাম পাওয়া গেছে।

২০১৮ সালে ৭ জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খুনের আসামি আরাভ। স্বর্ণের দোকান উদ্বোধন করতে সম্প্রতি বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকার দুবাইতে যাওয়ার পর থেকেই মূলত আলোচনায় আসে আরাভের নাম। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নড়েচড়ে বসে। তখন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে আদালতের ১২টি পরোয়ানা রয়েছে।

news24bd.tv/SHS