চীনের স্বর্ণ ভাণ্ডার আরও সমৃদ্ধ হলো। দেশটিতে সন্ধান মিলেছে নতুন একটি স্বর্ণ খনির। নতুন এই খনিতে ৫০ টন স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চীনা গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পূর্ব চীনের শ্যানডং প্রদেশ সোনার খনিটি পাওয়া গেছে।
নতুন খনিতে ৫০ টন সোনা থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
বিশ্বের স্বর্ণ ভাণ্ডারের অন্তত ৯ শতাংশ রয়েছে চীনে। কেন্দ্রীয় ব্যাংকের ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, চীনজুড়ে খনিজ সোনার পরিমাণ ১ হাজার ৮৬৯ টন। যার অধিকাংশই রয়েছে শ্যানডংয়ে।
news24bd.tv/কেআই