অদ্ভুত ভাবনার সমীকরণ

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

অদ্ভুত ভাবনার সমীকরণ

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

“জীবনটাই একটা পরীক্ষা | এটার কোন পাশ-ফেল নেই | তবে সফলতা-বিফলতা আছে | কারণ শিক্ষা জীবনের পরীক্ষায় নম্বর পেয়ে পাশ করতে হয় | কিন্তু জীবনের পরীক্ষায় কোনো নম্বর নেই | এ জন্যই হয়তো বলা হয়- সবচেয়ে কঠিন হলো জীবনের পরীক্ষা | 

জীবন পরীক্ষার কি হার-জিত বলে কোনো শব্দ আছে? সেটাও হয়তো নেই | জীবনে কেউ ত্যাগ করে আনন্দিত হয় আর কেউ ভোগ করে| তবে ত্যাগের আনন্দে যে সফলতা আছে, ভোগের আনন্দটা ঠিক তার বিপরীত | যেমন ধরুন: কোনো একটা মেয়েকে দু’জন খুব বেশি ভালোবাসে | যে দু’জন ভালোবাসে তারা দুজনই জীবনে সফল | ভালোবাসার মেয়ে একজন আর তাকে ভালোবাসে দু’জন | 

হিন্দি একটা সিনেমার নাম মনে পড়ছে | এক ফুল দো মালি | মেয়েটাও দু’জনকে যোগ্য মনে করে | ধরুন, সে দু’জনকে ডেকে এনে বললো, ‘তোমরা সিদ্ধান্ত নাও কে আমাকে বিয়ে করবে। ’ 

এক্ষত্রে দু’জনের ভাবনা দু’রকম বা অনেক রকম হতে পারে | কারণ করো ভিতরে যেটা অদৃশ্য হয়ে চলে, সেটা বলা খুব কঠিন | মনে করতে পারেন, দু’জন বিয়ে প্রত্যাশী যুবকের মধ্যে একজন ভাবছে, ‘যেভাবেই হোক আমাকেই বিয়ে করতে হবে’ | কিন্তু অন্যজন সেভাবে ভাবছেনা | তার ভাবনাটা ঠিক বিপরীত | সে ভাবছে, ‘আমি বিয়ে না করি, যদি আরেকটা মানুষকে বিয়ের সুযোগ করে দিয়ে সুখী করতে পারি, এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে?’ 

এটাতো একটা ত্যাগ | এখন ভাবনাটা আপনার। ভেবে দেখুন, কে জীবন পরীক্ষায় জিতলো, কে হারলো | ভাবনাটা একেক জনের একেক রকম হতে পারে | বলার তো কিছুই নেই | মানুষ আছে বলেই ভাবনাতেও সমালোচনা আছে | তার মানে যাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে, তাকে জেনে না জেনে সবাই গুরুত্বপূর্ণ মনে করছে | এটা যে তার একটা অর্জন, না মানলেও মানতে হবে, এছাড়া কোনো উপায় নেই | এটাও জীবন পরীক্ষার সফলতা | 

অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়ে সফল হয়েছেন আর ফুলন দেবী দস্যু রাণী হিসেবে সফল হয়েছেন | সফল তো দুজনেই| সেটা যাই হোক না কেন, আমাদের ইতিবাচক সফলতার কথাই ভাবতে হবে | 

আমি একটা মানুষ- এটা যদি আমাকে প্রমাণ করতে অন্য কোনো মানুষ বলে তবে সে মানুষ কিনা সেটা আমাদের ভাবতে হবে | চোখের সামনে আমরা অনেক কিছু দেখি কিন্তু পিছনটা দেখিনা | পিছনটা না দেখেই পিছন সমন্ধে বলা ঠিক না | বড় বড় গলাবাজি আর তোষামোদি করে সাময়িক হয়তো ফায়দা লোটা যায় | যে দেয় আর যে এই সুবিধাটা পেয়ে যায় সে কিন্তু ঠিক জানে, এটা পাওয়ার যোগ্য সে ছিল না | সে যে জোচ্চোর আর শিয়ালের মতো ধূর্ত, সে সেটা নিজেও খুব ভালো করে বুঝে। কিন্তু সবার সামনে চোখ আর মুখ খোলা রাখলেও যখন অন্ধকারে একাই থাকে, তখন তার চোখ,মুখ আর দম বন্ধ হয়ে আসে | 

পাপ করা হয়তো খুব সহজ, ভালো কিছু করা কঠিন | মিথ্যে বলা সহজ কিন্তু সত্য বলা খুব কঠিন | বুকের পাটা থাকতে হয় আর মেরুদণ্ডটাও শক্ত হতে হয় | আর যে পাপী, সে জানে পাপ বাপকেও ছাড়েনা | পরীক্ষা তো চলছে, আরও চলবে| কখন এটার ঘড়ির কাঁটা থেমে যাবে, তা বলতে পারে সময় আর পাপের ফল | সে পর্যন্ত অপেক্ষা |"

==========

news24bd.tv
লেখক: অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী
বিভাগীয় প্রধান, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ, ডুয়েট
সদস্য, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ


==========

 

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর