‌‘পরপর ৩ গুলিতে’ সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু

‌‘পরপর ৩ গুলিতে’ সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার শিরোমনি এলাকায় সাবেক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে প্রকাশ্যে দুর্বৃত্তরা গুলি করে।

নিহত শেখ আনসার আলী (৫৫) দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। একই সঙ্গে তিনি দিঘলিয়া বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির গাজী হত্যা মামলার আসামি।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দিঘলিয়া উপজেলায় বাড়ি হলেও খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন নিহত আনসার। মসজিদে জুমার নামাজ শেষে বাসার দিকে ফিরতেছিলেন আনসার। পথে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আনসার আলী কিছুদিন আগে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক