তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ৭ অভিবাসী নিহত

সংগৃহীত ছবি

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ৭ অভিবাসী নিহত

অনলাইন ডেস্ক

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবিতে অন্তত ৭ অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় ৬৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

গত দুইদিনে এটি পঞ্চম নৌকাডুবির ঘটনা। এছাড়া তিউনিসিয়ার উপকূল  ৫৬টি নৌকা ছেড়ে যাওয়া ঠেকাতে সক্ষম হয়েছে দেশটির কোস্টগার্ড।

সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। তবে এ বিষয়ে তিউনিসিয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

সম্প্রতি গৃহযুদ্ধ আর অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করে থাকে। এসব মানুষের প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে স্ফ্যাক্সের উপকূলরেখা।

জাতিসংঘের তথ্যানুসারে, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালি পৌঁছেছে তিউনিসিয়া হয়ে। ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন। তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করেছে লিবিয়া হয়ে।

news24bd/ARH