গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

জয়দেব দাশ

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ মার্চ) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তিনি এ দাবি জানান। শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ড সদস্যরা সভায় অংশ নেন।  

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল।

স্বাধীনতার ঊষালগ্নে শামরিক জান্তার এই নির্মম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।  

শেখ হাসিনা বলেন, ২৫ মার্চের গণহত্যা নিয়েই যাত্রা শুরু করে বাংলাদেশ। এমন হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে।

সাড়ে সাত কোটি মানুষের মধ্যে তিন কোটিই ছিল গৃহহারা। রাস্তায় রাস্তায় ছিল লাখ লাখ মানুষ।  

প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্ত বৃথা যায়নি। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এই দেশ হবে উন্নত সমৃদ্ধ।  

সবাইকে দেশগঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।  

news24bd.tv/আইএএম