প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আহ্বান 
প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আহ্বান 

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আহ্বান 

ইতালি প্রতিনিধি

বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে আপনিও অংশগ্রহণ করুন এমন শ্লোগানে রোম প্রবাসী বাংলাদেশিদের নিয়ে  ইতালিতে জনতা বাংকের শাখা জনতা এক্সচেঞ্জ (এস আর এল) মতবিনিময় সভা করেছে। রোমের একটি হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

জনতা এক্সচেঞ্চ ইতালির পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও ডিজিএম মাহাবুবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আযাদ।

এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মো. নুরুল আমিন, সাংবাদিক রিয়াজ হোসেনসহ আরো অনেকে।

জনতা বাংকের এমডি বলেন, প্রবাসীদের কারণে আজ দেশ রেমিট্যান্সসমৃদ্ধ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তার অন্যতম যোদ্ধা প্রবাসীরা।

তিনি বলেন, জনতার নাম যেমনি জনতা তেমনি জনগণের কথা চিন্তা করে বিশেষ করে প্রবাসীদের কথা ভেবে টাকা পাঠাতে খরচ কম। জনতা ব্যাংক প্রবাসীদের ব্যাংক।

অনুষ্ঠানের শুরতে স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় বীর মুক্তিযোদ্ধাদের।

এ সময় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমজান মাসে টাকা পাঠাতে কোন ধরনের খরচ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়।  

এই রকম আরও টপিক