কেরি ফ্যামিলি সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত ছবি

কেরি ফ্যামিলি সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে কেরি ফ্যামিলি সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। দুপুরে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

ভক্তদের কাছে ভেজালমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দিতে সকাল থেকে অভিযান শুরু করে বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত। শুরুতে অভিযান চালায় মিরপুর ১ নম্বর শাহ আলী বাজারে।

মাছ, ফলের ও মাংসের দোকানে অভিযান চালায় সংস্থাটি। যাচাই করা হয় ফরমালিনের উপস্থিতি। তবে যাচাই শেষে খাদ্যে কোনো ভেজাল পায়নি ভ্রাম্যমান আদালত।

পরে, মিরপুর ১০ নম্বরে কেরি ফ্যামিলি নামে সুপার শপে অভিযান চালায় বিএসটিএই।

অনুমোদনহীন দই, রুটি, জুস, সাপসহ বিভিন্ন খাদ্যপণ্য পায় তারা। পরে এসব অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সংস্থাটি জানায়, রমজান মাস জুড়ে প্রতিদিন রাজধানীতে ৩টিসহ সারাদেশে ১৫ টি অভিযান অব্যাহত থাকবে।

news24bd/ARH