রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে: মিম 

রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে: মিম 

অনলাইন ডেস্ক

ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন অনেক আগেই। শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সনাতন ধর্মাবলম্বী হয়েও রমজানের প্রথম দিন পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেছেন মিম।

এর আগেও রোজায় ইফতার করেছেন নায়িকা।

ধানমন্ডিতে এক আত্মীয়র বাড়িতে ইফতারের কিছু ছবি নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন। ফেসবুকে শেয়ার হওয়া এসব ছবি মিমের ভক্তদের মনে আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। তাঁদের মতে, মিম এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সবাইকে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন।

 

মিম গণমাধ্যমে বলেন, ‘আমার একজন “আত্মীয়”র বাড়িতে ইফতারের দাওয়াত ছিল। যাঁদের বাড়িতে আজ আমাদের সবার দাওয়াত ছিল, বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাঁদের সঙ্গে আমার সম্পর্ক। আমি তাঁদের মা–বাবা ডাকি। তাঁরাও আমাকে মেয়ের চোখে দেখেন। এটা আমার আরেকটা পরিবার। ইফতার ও সাহ্‌রিতে তাঁদের বাসায় দাওয়াত থাকে। এবারও প্রথম রোজায় দাওয়াত দিয়েছেন, আমরাও মিস করতে চাইনি। দারুণ সময় কেটেছে আমার। ’

মিম আরও বলেন, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে। পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার। তা ছাড়া আমাদের বাসায় কাজে সহযোগিতা করেন যাঁরা, তাদের মধ্যে মুসলিম ধর্মেরও আছে। আমার বাবা সাহ্‌রির সব আয়োজন করে তারপর ঘুমান। মাঝেমধ্যে আমরাও তাঁদের সঙ্গে সাহ্‌রি করি। আমার ভালো লাগে। আমি মনে করি, এ ধরনের ছোট ছোট বিষয় সবাইকে সম্প্রীতির বার্তা দিতে পারে। ’

ইফতার করার মুহূর্তে পোস্ট করা ছবিতে মা-বাবার সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও।

news24bd.tv/রিমু

এই রকম আরও টপিক