অভিনয় জীবনের ৩০ বছর মৌসুমীর, যা বললেন ওমর সানী
অভিনয় জীবনের ৩০ বছর মৌসুমীর, যা বললেন ওমর সানী

অভিনয় জীবনের ৩০ বছর মৌসুমীর, যা বললেন ওমর সানী

অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। ১৯৯৩ সালে অমর নায়ক সালমান শাহ’র সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে ঢালিউডে যাত্রা হয় তার। ঢালিউডের অন্যান্য চিত্রনায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই অভিনেত্রী। অভনয় দক্ষতায় ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই।

সোহানুর রহমান সোহান নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল। সেই হিসেবে শনিবার (২৫ মার্চ) অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন। মৌসুমীর একটি সিঙ্গেল ছবি ও তার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে স্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, 'অভিনন্দন মৌসুমী তোমাকে তোমার কর্মজীবনের ৩০ বছর উপলক্ষে। '

তিনি আরও লেখেন, 'আজ তুমি সবার কাছে প্রিয়দর্শিনী চলচ্চিত্রের কাছে প্রিয়দর্শিনী এবং আমার পরিবারের কাছে তুমি প্রিয়দর্শনী। অভিনন্দন। '

news24bd.tv/রিমু