বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহিম খান (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় বিপ্লব নামে এক প্রাথমিক বিদ্যারয়ের এক শিক্ষক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মাঝি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম খান শরণখোলা উপজেলার খাদা গ্রামের তোঁতা মিয়া খানের ছেলে ও আহত বিপ্লব শরণখোলা উপজেলার মঠেরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আব্দুর রাহিম মোরেলগঞ্জের জিলবুনিয়া পীর সাহেবের দরবার শরীফে ইফতার করে রাতে তার বন্ধু স্কুল শিক্ষক বিপ্লবকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে রওয়ানা হয়। পথে মাঝি বাড়ি এলাকায় সড়কে বালু থাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আবস্থায় রহিমকে উদ্ধার করে খুলনা নেয়ার পথে মধ্যরাত তার মৃত্যু হয়। আহত স্কুল শিক্ষক বিপ্লবকে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক