পায়ে পেঁচানো ছিল পিস্তল, জুতায় গুলি

পায়ে পেঁচানো ছিল পিস্তল, জুতায় গুলি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত এলাকা চ্যাংখালি রোড থেকে একটি দেশি তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আল আমিন (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। আটক আল আমিন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়হরিপুর গ্রামের আবু তালেবের ছেলে। শনিবার দুপুরে ৫৮ বিজিবির পক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

মহেশপুরের ৫৮ বিজিবি’র সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগরের নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা চ্যাংখালি রোডে অবস্থান নেয়।

এসময় সন্দেহজনক একজনকে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। প্রথমে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধরা পড়ে বিজিবি সদস্যদের হাতে। আটক আল আমিনের শরীর তল্লাশি করে তার ডান পায়ে লাশ টেপ দিয়ে জড়ানো একটি দেশি তৈরি পিস্তল ও বাম পায়ের জুতার মধ্য থেকে এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
অস্ত্র ও গুলিসহ আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ