দেশে একদিনে আরও ৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি

দেশে একদিনে আরও ৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ছয় জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকায় পাঁচজন এবং ঢাকার বাইরে সারাদেশে একজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে সারা দেশে সর্বমোট ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে সারা দেশে আটজন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮২৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪১৭ জন রয়েছেন।

একইসময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৯৪ জন।

এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৮৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪০৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

এডেয়ার বলছেন, এটা হয়তো ধীরগতির হবে, অনেক টার্ন থাকতে পারে। ইংল্যান্ড সিরিজে উইকেট কেমন ছিল, তা আমরা দেখেছি। সেখান থেকে নোট নেব। তবে স্বাভাবিকের চেয়ে একটু বেশিই স্পিন আশা করছি।

উইকেটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগ্রাসী খেলার আভাসও দিয়ে রাখলেন এই ফাস্ট বোলার। তার দাবি, ব্যক্তিগতভাবে টি-টোয়েন্টি ভালোবাসি আমি, ম্যাচ যেকোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি।

news24bd.tv/কেআই