মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিমান চালালেন এক যাত্রী

সংগৃহীত ছবি

মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিমান চালালেন এক যাত্রী

অনলাইন ডেস্ক

সিনেমায় প্রায়ই দেখি পাইলটের অনুপস্থিতিতে অপটু হাতে বিমান চালাচ্ছেন যাত্রী। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সিনেমার নায়ক কিংবা নায়িকারা এই কাজ করেন। যাদের প্লেন ওড়ানো বা অবতরণের কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই। সিনেমার কাহিনিকে হারমানিয়ে বাস্তবে ঘটল দুঃসাহসিক ঘটনা।

খবর সিএনএন।

মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন বিমানের পাইলট। এ সময় সাহায্যকারী হিসেবে এগিয়ে আসেন যাত্রীর আসনে বসে থাকা অন্য বিমানের একজন পাইলট।

তার সাহায্য নিয়ে সহকারী পাইলট বিমানটিকে নিরাপদে নামিয়ে আনেন।

বুধবার ঘটনাটি ঘটেছে আমেরিকার লাস ভেগাসে।  

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৬৩০১ যাত্রিবাহী বিমানটি লাস ভেগাস থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট ককপিটে অসুস্থ হয়ে পড়েন।

বিমান চালানোর মতো অবস্থা ছিল না তার। জরুরি ভিত্তিতে বিমানটিকে লাস ভেগাসে আবার ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় সহকারী পাইলট এবং বিমানকর্মীদের।

পাইলটের অসুস্থতার খবর যাত্রীদের মধ্যে চাউর হতেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বিমানেই ছিলেন অন্য বিমানের এক পাইলট। তিনি তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে তিনি যোগাযোগ রেখে সহকারী পাইলটকে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনতে সাহায্য করেন।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র ক্রিস পেরি বলেন, ওই বিমানেই অন্য বিমান সংস্থার এক পাইলট ছিলেন। তিনি ফ্লাইট ডেকে ঢুকে সহকারী পাইলটকে সহযোগিতা করেছেন।

লাস ভেগাস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাইলটের পেটে যন্ত্রণা হচ্ছিল। তার পরই তিনি অচেতন হয়ে পড়েন। বিমানটিকে নিরাপদে নামিয়ে আনার জন্য সাউথওয়েস্ট এয়ারলাইন্সের পক্ষ্য থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এটিসির নির্দেশনা মেনে অবশেষে ফ্লোরিডার সেই বিমান বন্দরে বিমান অবতরণ করতে সক্ষম হন। তবে এখনও পর্যন্ত জানা যায়নি সেই পাইলটের কী হয়েছিল। ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

news24bd.tv/আলী