নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস

বুধবার রাতে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক

নতুন জোট গঠনে বৈঠক

নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস

নিউজ ২৪ ডেস্ক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোটের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। বুধবার রাতে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করেন ৫টি রাজনৈতিক দলের নেতারা।  নতুন জোট গঠনের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানাগেছে। তবে বৈঠক শেষে অংশ নেয়া নেতারা অবশ্য ভিন্ন কথা বলেছেন।

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের আগে ৫টি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসলেন।  এইচ এম এরশাদের ভাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বৈঠক করেন বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে ।  

রাত আটটার দিকে একে একে নেতারা জড়ো হতে থাকেন বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর বাসায়।   রাত ৯টায় বৈঠক শুরু হয়।

 এরআগে  কেউ জানান রাজনীতির নতুন মেরুকরন হচ্ছে  আবার কেউ বা জানান নতুন জোট গঠন নিয়ে আলোচনা হতে পারে।

তবে বৈঠক শেষে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জি এম কাদেরের বক্তব্য কিছুটা ভিন্ন।

মাহি বি চৌধুরি জানান, রাজনৈতিক দলগুলোর ভেতর সুসম্পর্ক স্থাপন করতেই এই বৈঠকের আয়োজন।  গত ১৩ জুলাই আসম রবের উত্তরার বাসায় এক চা চক্রে বসেছিলেন বি চৌধুরি, কাদের সিদ্দীকী, মান্না ও সুব্রত। যেখানে এসেছিল পুলিশের বাধা।