বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন

প্রতীকী ছবি

বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। গাড়িটি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুন লেগেছে বলে জানতে পেরেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চেয়ারম্যান বাড়ির প্রধান সড়কে ‘ঢাকা মেট্রো ছ-৭১১৩৭৪’ অ্যাম্বুলেন্সটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বারিধারা ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মী মো. সাগর জানান, গাড়িটি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে অ্যাম্বুলেন্সটি অধিকাংশ পুড়ে গেছে।

সাগর জানান, ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিকের নাম আলামিন মিয়া। বর্তমানে গাড়িটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

news24bd.tv/তৌহিদ