চুয়াডাঙ্গায় ৭টি সোনার বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় ৭টি সোনার বারসহ পাচারকারী আটক

জামান আখতার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে ৮২৯ গ্রাম ওজনের ৭টি সোনার বারসহ জুয়েল হোসেন (৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সোনার মূল্য ৬৩ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা বলে মহেশপুরের ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মোল্লাবাড়ীর মোড় নামক স্থান থেকে সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়।

মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে বিজিবির বিশেষ অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল হোসেনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ছোট-বড় ৭টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

তিনি জানান, আটক জুয়েল হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধার সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

news24bd.tv/তৌহিদ