সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ১৯

সংগৃহীত ছবি

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ১৯

অনলাইন ডেস্ক

সিরিয়ার পূর্ব উপকূলে ইরানপন্থী স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন সিরীয় সেনাসহ বেশ কয়েকজন সরকারপন্থি মিলিশিয়া রয়েছে।

শনিবার (২৫ মার্চ) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট (এসওএইচআর) এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন সিরীয় সেনা, ১১ জন সরকারপন্থি মিলিশিয়া ও পাঁচজন সিরিয়ার সরকারপন্থি বিদেশি যোদ্ধা রয়েছে।

গত কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানপন্থী সশস্ত্র বাহিনীর মধ্যে এত বড় পাল্টা-পাল্টি হামলা ঘটেনি। তবে এসওএইচআরের খবরে নিহত বিদেশি যোদ্ধাদের জাতীয়তা নির্দিষ্ট করে জানানো হয়নি। একইসাথে বার্তা সংস্থা রয়টার্সেও নিহতের সংখ্যা সঠিকভাবে জানায়নি।

এসওএইচআরের খবরে বলা হয়, সিরিয়ায় ক্রমেই ইরানের প্রভাব বাড়তে থাকায় প্রভাবে উদ্বিগ্ন ইসরায়েল।

এমন পরিস্থিতিতে ইসরায়েল প্রায়ই সিরিয়ার তেহরানপন্থি গোষ্ঠীগুলোর স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালেও, যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলা বেশ বিরল।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত ও পাঁচ মার্কিন সেনাসহ ছয়জন আহত হয়।

news24bd.tv/FA