ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর এর মৃত্যু

সংগৃহীত ছবি

ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর এর মৃত্যু

অনলাইন ডেস্ক

আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের হাওয়াইর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বিবিসির খবরে বলা হয়, ইন্টেলের সামাজিক মাধ্যমগুলোর পেজ থেকে মুরের মৃত্যুর বিষয়টি জানানো হয়।

একইসাথে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টেল ও গর্ডন অ্যান্ড বেটি মুর ফাউন্ডেশন। তবে মৃত্যুর কারণ জানায়নি তারা।

মুর ১৯৫০ এর দশকে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু করেন। ১৯৬৮ সালে মুর ও রবার্ট নয়েস ফেয়ারচাইল্ড ছেড়ে ইন্টেল প্রতিষ্ঠা করেন।

বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতিতে গর্ডন মুরের কাজের উল্লেখযোগ্য অবদান রয়েছে। মুর তার কয়েকটি ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত। তিনি বলেছিলেন, কম্পিউটার প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রতি বছর দ্বিগুণ হবে। যেটা পরবর্তীতে সত্যি হয় এবং এটা মুর ল' নামে পরিচিত।

গর্ডন মুর ১৯২৯ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিকোতে জন্মগ্রহণ করেন। মুর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে রসায়নে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মুর জনস হপকিনস ইউনিভার্সিটির ফলিত পদার্থবিদ্যা গবেষণাগারে পোস্টডক্টরাল ফেলো হিসেবে গবেষণাও করেন।

news24bd.tv/FA