আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসিত করেছে: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসিত করেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যান জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।  

মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য দেশ স্বাধীন করা হয়েছে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার বাকশাল প্রতিষ্ঠা করেছে। ’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ টিকে থাকার জন্য গুম খুন নির্যাতন নিপীড়ন করছে; দুর্নীতি করছে।

আর গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছে বিএনপি। সরকারের অপশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। ’ 

এ সময় সংসদ ভেঙে দলত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার ৫১ বছর পরও দেশের মানুষ গণতন্ত্র ফিরে পায়নি বলে মন্তব্য করেন তিনি।

 

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, ‘দেশে প্রকৃতপক্ষে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে। ৯ মাস রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আমরা যখন জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম তখন আমাদের স্বপ্ন ছিল, আশা-আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমাদের গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। আমাদের কথা বলার অধিকার, ভোটের অধিকার আজকে হারিয়ে গেছে, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। ’

তিনি আরও বলেন, ‘আমরা এ দেশের গণতন্ত্রের মুক্তির জন্য, পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে। ’

বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশের কি দুর্ভাগ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণীকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের ৩৫ লাখের বেশি নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ’

বিএনপি দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখার শপথ নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই মহান দিনে স্বাধীনতার শুভলগ্নে শপথ গ্রহণ করছি, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, মানুষের দুঃখ-কষ্ট, চাল-তেল-ডালের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাকে সহনীয় পর্যায়ে আনার জন্য এবং সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্য আমরা আমাদের যে সংগ্রাম শুরু করেছি সে সংগ্রাম আমরা চালিয়ে যাব। ’

news24bd.tv/আইএএম