ব্র্যাড পিটের সাথে বিচ্ছেদের পর প্রথমবারের মতো ডেটিং গুঞ্জনে হলিউড মেগাস্টার অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি বিলিওনিয়ার উত্তরাধিকারী ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সাথে মাধ্যাহ্নভোজে দেখা গেছে অভিনেত্রীকে। ক্যালিফোর্নিয়ার মালিবুতে ধনকুবের পরিবারের সন্তান রথসচাইল্ডের সাথে প্রায় তিন ঘন্টার মধ্যাহ্নভোজ উপভোগ করেছেন জোলি।
বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত ছবিতে অভিনেত্রীকে মধ্যাহ্নভোজ শেষে জাপানিজ রেস্টুরেন্ট ‘নবু’ থেকে হাসিমুখে রথসচাইল্ডের সাথে বের হতে দেখা গেছে।
যদিও তাদের দীর্ঘ মধ্যাহ্নভোজের কারণ এখনো স্পষ্ট নয়।
জোলি বর্তমানে তার সাবেক স্বামী ব্র্যাড পিটের সাথে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। বিবাহবিচ্ছেদ ও সন্তানদের হেফাজত সহ সম্পত্তির বন্টণ নিয়েও আইনি লড়াই চলছে এই দুই তারকার। সাবেক এই জুটির ঘরে ছয় সন্তান রয়েছে।
সূত্র : পেজ সিক্স
news24bd.tv/আইএএম