নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে পাইপ গানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার মোশারফ হোসেন মাসুদ (২২) মামুনুর রশিদকে (২৬) উপজেলার দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
শনিবার সকালে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ১১ দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের ব্যাটারিচালিত অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় উপজেলার বারুলের উদ্দেশ্যে রওয়ানা করে।
পথিমধ্যে তার অপর ২জন সঙ্গী ধৃত মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিকশায় যাত্রীবেশে ওঠে।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোনাইমুড়ি থানার ভার প্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ও বিষয়টি নিশ্চিত করেন