কমলো লোহার দাম

সংগৃহীত ছবি

কমলো লোহার দাম

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে আকরিক লোহার দাম। চলতি সপ্তাহে ইস্পাতের চাহিদা হ্রাস পেয়েছে। তবে সামনে লৌহ আকরিকের সরবরাহ বৃদ্ধি পেতে পারে। বাজারের এ দ্বিমুখী আচরণের মুখে বেচাকেনায় কোনো ঝুঁকি নিচ্ছেন না ব্যবসায়ীরা।

এতে শক্ত ধাতুটির মূল্য নিম্নমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দাম কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮৫০ দশমিক ৫ ইউয়ান বা ১২৪ ডলার ২৭ সেন্টে।

আগের কার্যদিবসে যা ছিল ৮৬৫ দশমিক ৫ ইউয়ান বা ১২৫ ডলার ৬৪ সেন্ট।

সবমিলিয়ে এ সপ্তাহে আকরিক লোহার ব্যাপক দরপতন ঘটেছে। যে হার ৫ দশমিক ৪ শতাংশ।

একইদিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের লৌহ আকরিকের আগামী এপ্রিলের দর পড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১১৭ ডলার ৯৫ সেন্টে। আগের কার্যদিবসে তা ছিল ১২০ ডলার ৭ সেন্ট।

ক্রেতাদের উদ্দেশ্যে লেখা এক নোটে সিনোস্টিল ফিউচার্স জানায়, ইস্পাত কারখানাগুলো এখনও আকরিক লোহা কম মজুত রাখছে। কারণ, ইস্পাতের চাহিদা কমে গেছে। ফলে কঠিন ধাতুটির দাম কমেছে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর