দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড চার্লসের

সংগৃহীত ছবি

দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড চার্লসের

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন জনসন চার্লস। আজ রোববার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন চার্লস। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম।

সুপারস্পোর্ট পার্কে আজ টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা।

ক্যারিবিয়ানরা প্রথম ওভারে ব্রান্ডন কিংয়ের (১) উইকেট হারালেও, এরপরেই ঝড় তোলেন তিনে নামা চার্লস। তাবরাইজ শামসিকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৩ বলে ফিফটি তুলে নেন এই টপ অর্ডার ব্যাটার।

চার্লস সেঞ্চুরিও তুলে নেন ছক্কা মেরে। সিসান্দা মাগালার আউটসাইড অফে ছোড়া ডেলিভারি সুইপার কাভারের ওপর দিয়ে উড়িয়ে মেরে উল্লাসে ফেটে পড়েন চার্লস।

প্রথম ৫০ করতে চার্লসের যেখানে লেগেছে ২৩ বল, সেখানে ১৬ বলে পরের ৫০ রান তুলে নেন তিনি। আন্তর্জাতিক টি২০তে এটাই প্রথম সেঞ্চুরি এই ডানহাতি ব্যাটারের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এতদিন দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন ক্রিস গেইল। ২০১৬ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ‘ইউনিভার্স বস’। আজ ৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন চার্লস। তবে অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হলো না তার। টি২০তে দ্রুততম সেঞ্চুরির মালিক তিনজন। ডেভিড মিলার, রোহিত শর্মা এবং সুদেশ বিক্রমাসেকারার সেঞ্চুরি আছে ৩৫ বলে।

চার্লসের ইতিহাস গড়া সেঞ্চুরির দিনে নতুন রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ২৫৮ রান তুলেছে উইন্ডিজরা। টি২০ ক্রিকেটে যা দলটির সর্বোচ্চ স্কোর। দলীয় রেকর্ডের দিন বিশ্বরেকর্ডও গড়েছে ক্যারিবিয়ানরা। সুপারস্পোর্ট পার্কে আজ ২২ ছক্কা মেরেছে ক্যারিবীয় ব্যাটাররা। যা যৌথভাবে সর্বোচ্চ। এর আগে, ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ২২ ছক্কার রেকর্ড গড়েছিল আফগানিস্তানের ব্যাটাররা।

রেকর্ডবুক ওলটপালটের দিন চার্লস থামেন ১১৮ রান করে। ৪৬ বলে ১০ চার আর ১১ ছক্কায় ২৫৭ স্ট্রাইকরেটে ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি২ ক্রিকেটে যা দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। তার এই ইনিংসসহ কাইল মায়ার্সের ২৭ বলে ৫১ এবং রোমারিও শেফার্ডের ১৮ বলে ৪১ রানের ইনিংসে রেকর্ডগড়া পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিতে ৫২ রান খরচ করেছেন মার্কো ইয়ানসেন। অপর ২ উইকেট নেওয়া ওয়েইন পার্নেল দিয়েছেন ৪৩ রান।

news24bd.tv/SHS