বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় তিন বীরাঙ্গনাকে সংবর্ধনা

বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় তিন বীরাঙ্গনাকে সংবর্ধনা

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে ৩ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে এপেক্স বাংলাদেশ। এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত মুক্তিযোদ্ধা মাগুরার লাইলি বেগম, রাজবাড়ীর নুরজাহান বেগম এবং কুষ্টিয়ার দুলজান নেছা বেগমকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেয়া হয় সাবেক ক্রিকেটার এ এস এম রকিবুল হাসানকে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

এসময় ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে, যেখানেই কল্যাণকর কিছু হয়, সেখানেই পাশে থাকে বসুন্ধরা গ্রুপ। মুক্তিযুদ্ধে এদেশের সাহসী নারীরা যে অসামান্য ত্যাগ শিকার করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন।

আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিজেএমই'র সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি আবদুল মতিন শিকদার, আয়োজক কমিটির চেয়ারম্যান এম সায়েম টিপুসহ অন্যান্যরা।