বাংলাদেশের স্বাধীনতা দিবসে এ দেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় পুতিন বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে আমার উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন। ’
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অভিনন্দন বার্তায় বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
প্রেসিডেন্ট পুতিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে ২৬ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান শুরুর পর সোভিয়েত ইউনিয়নই প্রথম প্রকাশ্যে সমালোচনা করে সরকারি বিবৃতি প্রকাশ করে।
গোপনে রাষ্ট্রদূত অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নয়, সোভিয়েত বার্তা সংস্থার মাধ্যমে পদগোর্নির বিবৃতিটি প্রকাশিত হয়, যার ফলে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ প্রশ্নে কার্যত একটি প্রকাশ্য অবস্থান গ্রহণ করে।
news24bd.tv/SHS